• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি: মাহমুদউল্লাহ  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০৬:২৭ পিএম
আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি: মাহমুদউল্লাহ  

মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হওয়া খারাপ সময় কাটিয়ে উঠতে পারেনি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের মতে, খারাপ সময় পেছনে ফেলে সামনে ভালো করবে বাংলাদেশ দল। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই বলেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

শুক্রবার (১০ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি সবসময় ইতিবাচক দিক নিয়ে চিন্তা করতে পছন্দ করি। বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে আমরা হয়ত ভালো ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু পুরো বছরটা যদি দেখেন, আমরা ভালো খেলেছি। হোম কন্ডিশনে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। ইতিবাচক দিক আছে।’

খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানো নিয়ে বেশ আত্নবিশ্বাসী মাহমুদউল্লাহ। বলেন, ‘এখন হয়ত খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। তবে দলের ওপর আমি সবসময় বিশ্বাস করি এবং দলের সাথেই আছি। আগেও আমরা এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছি, এবারও পারব ইনশাআল্লাহ্‌।’

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে বাংলাদেশ দল যতটা ভালো, টেস্ট ও টি-টোয়েন্টিতে ঠিক ততটাই খারাপ। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভালো করার জন্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে জানান অধিনায়ক। বলেন, ‘টি-টোয়েন্টিতে এখনও আমরা ছন্দ খুঁজে পাইনি। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে টি-টোয়েন্টিই সবচেয়ে কঠিন। আস্কিং রেট হাই থাকে, চাপ থাকে অনেক, প্রত্যাশাও থাকে।’

সর্বশেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। দল হারার কারণে চারদিকে ক্রিকেটারদের নিয়ে রটে যায় নেতিবাচক খবর। তবে সমর্থকদের চাপ কিভাবে নিতে হয় তা ভালো করেই জানা অধিনায়কের। মাহমুদউল্লাহ বলেন, ‘চাপ সবসময় থাকবেই। এটা মানিয়ে নিতে হবে। দিনশেষে অনেক সময় প্রত্যাশা পূরণ করতে পারি না। ফলাফল ও পারফরম্যান্স ভালো করলে আস্থা বাড়বে।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!